হাসান তারেক মুকিম: কক্সবাজারের রামুতে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গতকাল বুধবার (২৪ জুলাই) ভোরে রামু চৌমুহনী স্টেশনের উত্তর পার্শ্বের পরিত্যক্ত পেট্রোল পাম্পের পেছনে জাম্বুরা গাছে স্থানীয় লোকজন এক ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রামু থানা পুলিশ এসে ঝন্টু বিশ্বাস (৪০), পিতা-সুরেন্দ্র লাল বিশ্বাস, সাং- দুরদুরী গ্রাম,চরতী,
সাতকানিয়া নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। স্থানীয় গ্রামবাসী জানায়, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রামু উপজেলার পূর্ব মেরংলোয়া গ্রামের ভগ্নিপতির বাড়িতে অবস্থান করে পরিবহন শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিল। ওসি তদন্ত মিছবাহ উদ্দিন খান জানান, খবর পেয়ে গলায় ফাঁস লাগানো গাছে ঝুলানো অবস্থায় পরিবহন শ্রমিক ঝন্টু বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়। তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন