মতিউল ইসলাম: কক্সবাজার বাজার সদর উপজেলার পিএমখালীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পিএমখালীর কাঁঠালিয়ামুরা শ্মশান থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁঠালিয়ামুরা হিন্দু শ্মশানে গলিত লাশের গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন পুলিশকে সংবাদ দেন। মডেল থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শ্মশান থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে নিয়ে যান।
পরে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার তোফাইল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন