টেকনাফ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন করেন। তিনি অত্র ব্যাটালিয়নের অফিসার, জেসিও‘স, এনসিও‘স, সৈনিক এবং অসামরিক কর্মচারীদের উপস্থিতিতে দরবারে মিলিত হন। এরপর এক মাদকদ্রব্য ধবংস করণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রায় সাড়ে ৩কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকারের মাদক ধবংস করেন এবং পর্যটন কর্পোরেশনের জন্য ৯লাখ টাকার মাদক হস্তান্তর করেন।
বিজিবি সূত্র জানায়-১৪ নভেম্বর সকাল ৮টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছলে সুসজ্জিত একটি চৌকঁস দল তাকে অভিবাদন জানায়। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ নজরুল ইসলাম, লেঃ কর্ণেল ছাদেকুজ্জামান, পিএসসি, লেঃ কর্ণেল মোহাম্মদ তৌহিদুজ্জামান, পিএসসিজি, মেজর এ কে এম শফিউজ্জামান খান, ৪২বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান। সালাম ও অভিবাদন গ্রহণের পর তিনি অত্র ব্যাটালিয়নের অফিসার, জেসিও‘স, এনসিও‘স, সৈনিক এবং অসামরিক কর্মচারীদের উপস্থিতিতে দরবার হলে মিলিত হয়ে মত বিনিময় করেন। এরপর ১জুলাই/১৩ইং হতে ১৩ নভেম্বর/১৩ইং পর্যন্ত অত্র ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি হতে আটক ইয়াবা ট্যাবলেট, গাঁজা, বাংলা/ চোলাই মদ, আন্দামান গোল্ড বিয়ার ক্যান, ম্যান্ডেলা রাম, ডায়াবল বিয়ার ক্যান, হাইক্লাস হুইস্কি মদ, ক্লাসিক বিয়ার, হিরো হুইস্কি মদ, মিয়ানমার বিয়ার, গোল্ডেন কান্ট্রি ড্রাইজিন মদ, কান্ট্রি ড্রাইজিন মদ, আরকা বিয়ার, লন্ডন রাম মদ, গ্রান্ড মাষ্টার মদ, ড্রাগন রাম মদ, মিয়ানমার মদ, চেঞ্জ বিয়ার, জন্স মদ, রেড হর্স মদ, মেরিন রাম মদ, পটকাবাজি ধবংস করা হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৮শ টাকা। এছাড়া আন্দামান গোল্ড বিয়ার ৩শ ক্যান, মিয়ানমার বিয়ার ২শ ক্যান, মিয়ানমার মদ ২শ বোতল ও মারডালি রাম মদ ৩শ বোতল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে হস্তান্তর করা হয়। যার বাজার মূল্য ৯লাখ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন