নিজস্ব প্রতিবেদক
নির্যাতিত পরিবারের সদস্যদের প্রশ্ন-“রাত ২টায় ৫ জন পুলিশ সদস্য সাথে নিয়ে কিভাবে ঘুমন্ত মানুষদের উপর বর্বরতা চালায় ভুমিদস্যু শফিক? আমাদের ঘরেতো কোন চোর-ডাকাত, সন্ত্রাসী কিংবা মাদক ব্যবসায়ী নেই। তারপরও কারো সু-নির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের পরওয়না ছাড়া পুলিশ সাথে নিয়ে একটি বাড়িতে এভাবে বর্বরতা চালানো এবং পুলিশের রহস্যজনক ভুমিকা নিয়ে নানা অভিযোগ তুলছেন নির্যাতিত পরিবারের সদস্যরা।
কক্সবাজার সদর
উপজেলার খরুলিয়া এলাকায় ভূমিদস্যু সন্ত্রাসী শফিকুল ইসলাম প্রকাশ শফিকুর রহমানের
নেতৃত্বে গভীর রাতে বসতভিটা জবর দখলের চেষ্টা করেছে দূর্বৃত্তরা। ভূমিদস্যু শফিক একই ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া
এলাকার মৃত আবু বকর ছিদ্দিকের ছেলে। যিনি
বর্তমানে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় বসবাস করেন। এ নিয়ে ওই বসতভিটায় বসবাসকারী অসহায় পরিবারটির
পক্ষে আসহাব উদ্দীন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।