নিজস্ব প্রতিবেদক
শনিবার অনুষ্ঠিত ৪ সিটি নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থী জয়লাভ করায় কক্সবাজার জেলা বিএনপিসহ ১৮ দল উল্লাস প্রকাশ করেছে। ১৮ দলের প্রধান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি
সাবেক হুইপ শাহজাহান চৌধুরী রাতে কক্সবাজারবাণীকে দেয়া এক মুঠোফোন আলাপে এই উল্লাস প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষ যে বর্তমান সরকারের দু:শাসন থেকে নিজেদের মুক্তি চাচ্ছে এই নির্বাচনের ফলাফল তাই প্রমান করেছে। এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামিম আরা বেগম স্বপ্না বিজয়ী সকল মেয়রদের আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন। একই সাথে তারা কক্সবাজার পৌরবাসীর গণরায়ে নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের শপথ দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকারের প্রতি দাবি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন